পরম শূন্য তাপমাত্রা কি?

কল্পনাযোগ্য সর্বনিম্ন যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। এর মান -২৭৩.১৫°C।

পরম শূন্য তাপমাত্রার তাৎপর্য

  1. পরম শূন্য তাপমাত্রা থেকে তাপমাত্রা পরিমাপের নতুন স্কেলের ধারণা পাওয়া যায়। -২৭৩.১৫°C তাপমাত্রা কে শূন্য ধরে তাপমাত্রার পরিমাপের নতুন স্কেল প্রণয়ন করা হয়েছে। এটি কেলভিন স্কেল নামে পরিচিত।
  2. চার্লসের সূত্রানুসারে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে সুতরাং ঘনত্ব হ্রাস পায়। সুতরাং গ্যাসের ঘনত্ত্ব এর পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক।

গ্যাসের ধর্ম সম্পর্কিত অন্যান্য প্রশ্ন –

  1. আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ প্রতিপাদন কর।
  2. আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সমূহ কি?