আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সমূহ কি?

আদর্শ গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্যসমূহ নিম্নরূপ :

  1. গ্যাসের ক্ষুদ্রতম কণা: যে কোনো গ্যাস এর অসংখ্য সুক্ষ্মাতিসূক্ষ্ম কণিকার সমন্বয়ে গঠিত। যে কোনো নির্দিষ্ট গ্যাসের কণিকাসমূহের ভর পরস্পর সমান এবং এরা অভিন্ন। এই কণাসমূহকে অণু বলা হয়।
  2. গ্যাসের অণুসমূহের আয়তন: অণুসমূহের মোট আয়তন গ্যাসাধারের আয়তনের তুলনায় অতি নগণ্য।
  3. অণুসমূহের মধ্যে আকর্ষণ: অণুসমূহের নিজেদের মধ্যে এবং অণু ও গ্যাসাধারের দেওয়ালের মধ্যে কোন আকর্ষণ ও বিকর্ষণ নেই।
  4. অণুসমূহের গতি প্রকৃতি: গ্যাসের অণুসমূহ সবসময় খুব দ্রুতগতিতে সোজাপথে ইতস্তত সম্ভাব্য সবদিকে ছোটাছুটি করে। ফলে অণুসমূহ পরস্পরের সাথে ও গ্যাসাধারের দেওয়ালের সাথে অবিরাম সংঘর্ষ ঘটে। এ সংঘর্ষের ফলে অণুসমূহের গতির দিক পরিবর্তিত হয়।
  5. অণুসমূহের মধ্যে সংঘর্ষ: অণুসমূহ গোলাকার, কঠিন ও সম্পূর্ণ স্থিতিস্থাপক। যেহেতু অণুসমূহ স্থিতিস্থাপক সেহেতু যখন তাদের পরস্পরের সাথে বা দেওয়ালের সাথে সংঘর্ষ ঘটে, তখন তাদের গতিশক্তি অভ্যন্তরীণ বা অন্য শক্তিতে রূপান্তরিত হয় না অর্থাৎ সংঘর্ষসমূহও সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক।
  6. গ্যাসের চাপ: গ্যাসের পাত্রের দেয়ালে অনুসমূহের অবিরাম সংঘর্ষ এর ফলে গ্যাসের চাপের সৃষ্টি হয়।
  7. অনুসমূহের গতিশক্তি: অনু গুলোর মোট গতিশক্তি বা প্রতিটি অনুর গড় গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক।

আদর্শ গ্যাস সম্পর্কিত পোস্ট

  1. আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ প্রতিপাদন কর।
  2. বিভিন্ন এককে আদর্শ গ্যাস ধ্রুবক R-এর মান নির্ণয় কর।