বিভিন্ন এককে R-এর মান নির্ণয় কর।

চাপ, আয়তন ও তাপমাত্রার বিভিন্ন এককের উপর নির্ভর করে মোলার গ্যাস ধ্রুবকের মান বিভিন্ন এককে প্রকাশ করা হয়।

লিটার বায়ুচাপ একক  

এ এককে চাপকে বায়ুচাপে, আয়তনকে লিটারে প্রকাশ করা হয়।

যেহেতু প্রমাণ উষ্ণতা ও চাপে, 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। সুতরাং

R = PV/nT = 1 x 22.4/1 x 273 = 0.0821  L. atm K-1mol-1

P= 1 atm 

V = 22.4L

n = 1 এবং 

T = 273 K

সি জি এস (C. G. S) এককে R-এর মান

এ প্রণালিতে গ্যাসের চাপকে ডাইন/বর্গ সেন্টিমিটার (dyne/cm) এবং আয়তনকে ঘন সেন্টিমিটার (cm3) এ প্রকাশ করা হয়।

অতএব, এ প্রণালিতে, প্রমাণ উষ্ণতা ও চাপে (NTP) 1.0 mol আদর্শ গ্যাসের জন্য 

P = 1 atm = 76 cm = 76 x 13.6 x 981 dyne/cm2 = 1.01396 x 10^6 dyne/cm2

V = 22.40 dm3 = 22,400 cm3 এবং T = 273.1 K 

R = PV/T = 76 x 13.6 x 981 x 22400/ 1×273.1 (dyne cm/K)

এখানে, 

(g = 981 cm s-2)

(1.0 dyne = 1.0 g cm s-2)

R = 8.316 x 10^7 (dyne cm/K)

= 8.316 x 10^7 erg K-1 mol-1

SI-এককে R-এর মান

এ এককে গ্যাসের চাপকে প্যাসকেল (Pa) এবং আয়তনকে ঘন মিটার (m3) এ প্রকাশ করা হয়। অতএব, এ প্রণালিতে, 1 mol আদর্শ গ্যাসের জন্য NTP তে

P = 1 atm = 101.325 kPa = 1.01325 x 10^5 Nm-2 V = 22.414 dm3 = 22.414 x 10-3 m3

এবং T = 273.1 K

অতএব, 

R =  PV/T =  1.01325 × 10^5 x 22.414×10-3/273.1

= 8.316 Joule K-1 mol-1

(1.0 Pa = 1 Nm-2

1.0 Joule = 1.0 Nm 

1.0 N = 1.0 kg ms-2)