সূর্যে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া হয়?

সূর্যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সংঘটিত হয়‘। হাইড্রোজেন পরমাণুর দুইটি আইসোটোপ নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া দ্বারা একত্রিত হয়ে হিলিয়াম পরমাণু গঠিত হয় এবং বিপুল পরিমাণে শক্তি নির্গত হয়।

21H + 31H = 42He + 10n + বিপুল শক্তি

নিউক্লিয়ার রসায়নের অন্যান্য প্রশ্ন-

নিউক্লিয়ার বিক্রিয়া কি?

নিউক্লিয়ার ফিউশন এবং নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কি?

নিউক্লিয়ার বিক্রিয়া ও রাসায়নিক বিক্রিয়ার পার্থক্য কি?