নিউক্লিয়ার বিক্রিয়া ও রাসায়নিক বিক্রিয়ার পার্থক্য কি?

নিচের টেবিলে নিউক্লিয়ার বিক্রিয়া ও রাসায়নিক বিক্রিয়ার পার্থক্য দেয়া হল-

রাসায়নিক বিক্রিয়ানিউক্লিয়ার বিক্রিয়া
১. রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের পরমাণুসমূহের বহিঃস্তরের ইলেকট্রন সজ্জার পরিবর্তন ঘটে।১। নিউক্লিয়ার বিক্রিয়ায় নিউক্লিয়াসের নিউক্লিয়ার চার্জের পরিবর্তন হয়।
২। কোনো নতুন মৌলের পরমাণু সৃষ্টি হয় না।২। সম্পূর্ণ নতুন মৌলের পরমাণু সৃষ্টি হয়।
৩। রাসায়নিক বিক্রিয়ায় সমীকরণের সমতা চিহ্নের উভয় পার্শ্বে বিক্রিয়ক ও উৎপাদের মোট পরমাণু সংখ্যা সমান হতে হয়।৩। নিউক্লিয়ার বিক্রিয়ায় উভয় পার্শ্বে মোট চার্জ সংখ্যা ও ভর সংখ্যা পরস্পর সমান হবে।
৪। রাসায়নিক বিক্রিয়ায় তাপশক্তির পরিবর্তন ঘটে। যেমন তাপউৎপাদী বিক্রিয়ায় তাপ নির্গত হয়। আবার তাপহারী বিক্রিয়ায় তাপশক্তি শোষিত হয়।৪। নিউক্লিয়ার বিক্রিয়ায় বিস্ফোরণ আকারে বিপুল শক্তি নির্গত হয়।
৫। তেজস্ক্রিয়তা প্রদর্শন করে না।৫। তেজস্ক্রিয়তা প্রদর্শন করে।

নিউক্লিয়ার রসায়ন সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-

নিউক্লিয়ার বিক্রিয়া কি?

নিউক্লিয়ার ফিউশন এবং নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কি?