নিউক্লিয়ার বিক্রিয়া কি?

কোন উচ্চ শক্তিসম্পন্ন কণা বা ক্ষুদ্র নিউক্লিয়াস দ্রুতগতিতে অপর কোন নিউক্লিয়াসকে আঘাত করলে সংশ্লিষ্ট নিউক্লিয়াসের যে পরিবর্তন (অন্য নিউক্লিয়াসের উৎপত্তি) ঘটে তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। যেমন- নাইট্রোজেন গ্যাসে দ্রুত গতিসম্পন্ন আলফা কণিকা পরিচালনা করলে নাইট্রোজেন পরিবর্তিত হয়ে অক্সিজেনের নিউক্লিয়াসে পরিণত হয়।

147N + 42He → 178O + 11H

নিউক্লিয়ার রসায়ন সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-

আলফা কণা কি?

নিউক্লিয়ার ফিউশন এবং নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কি?