সেমি মাইক্রো অ্যানালাইটক্যাল পদ্ধতি কি?

50 mg থেকে 200 mg কঠিন বা 2-4ml তরল রাসায়নিক পদার্থ নিয়ে পরীক্ষা করার পদ্ধতিকে সেমি মাইক্রো অ্যানালাইটক্যাল পদ্ধতি বলে। এতে অপচয় রোধ হয় এবং পরিবেশ দূষণও উল্লেখযোগ্যভাবে কমে আসে।

সেমিমাইক্রো পদ্ধতির সুফল

  • রাসায়নিক দ্রব্যের অপচয় ঘটে না।
  • খরচ বেশ কমে যায়।
  • পরীক্ষণে সময়ও কম লাগে ।
  • পরিবেশ দূষণের ঝুঁকি অনেক হ্রাস পায়।
  • কোন কোন ক্ষেত্রে কম ঝুঁকির রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হয়।

ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার সংক্রান্ত অন্যান্য প্রশ্ন-

আংশিক পাতন কি?

হ্যাজার্ড সিম্বল কি?

ক্লিনিং মিশ্রণ কি?