আংশিক পাতন কি?

কাছাকাছি স্ফুটনাংক বিশিষ্ট দুই বা ততোধিক তরল পদার্থের মিশ্রণকে অংশ কলামযুক্ত একটি পাতন ফ্লাস্কে তাপ প্রয়োগ করে উপাদানগুলোকে নিজ নিজ স্ফুটনাংকে পাতিত করে পৃথক করার পদ্ধতিকে আংশিক পাতন বলে।

আংশিক পাতন প্রক্রিয়া

আংশিক পাতন প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের অংশ কলাম ব্যবহৃত হয়। সাধারণ পাতন প্রণালির মত এক্ষেত্রেও একটি পাতন ফ্লাস্কে তরল মিশ্রণ নেয়া হয়। ফ্ল্যাস্কের মুখে একটি অংশ কলাম খাড়াভাবে লাগিয়ে তার পার্শ্বে নলের সঙ্গে। লিবিগ শীতক যুক্ত করা হয়। শীতকের অপরপ্রান্তে অ্যাডাপটার দিয়ে একাধিক গ্রাহকপাত্র স্থাপন করা হয়। 

এ অবস্থায় পাতন ফ্লাস্কের তরল মিশ্রণে তাপ দিলে অংশ কলামের অভ্যন্তরে অবস্থিত অসংখ্য বালবের পৃষ্ঠতলের মধ্য দিয়ে বাষ্প উপরে উঠতে থাকে। খুব কাছাকাছি ফুটনাংক বিশিষ্ট একাধিক তরলকে উত্তপ্ত করলে অধিক উদ্বায়ী তরলের বাষ্প স্তম্ভ বেয়ে উপরে উঠে গিয়ে শীতক যন্ত্রে প্রবেশ করে এবং ঘনীভূত হয়ে তরল হিসেবে গ্রাহক পারে জমা হয়। কিন্তু কম উদ্বায়ী তরলের বাষ্প স্তম্ভের শীতল ও উঁচু-নিচু পৃষ্ঠতলের সংস্পর্শে এসে তরলে পরিণত হয়ে পুনরায় ফ্রাঙ্কে ফিরে আসে। একটি উপাদান পৃথক হয়ে যাওয়ার পর তাপমাত্রা বৃদ্ধি করে পর্যায়ক্রমে সকল উপাদানকে নিজ নিজ স্ফুটনাংকে পৃথক করা সম্ভব।