আয়নিকরণ শক্তি কি?

গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণুর প্রতিটি থেকে একটি করে এক মোল ইলেকট্রন অপসারণ করে পরমাণুটিকে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন তাকে আয়নিকরণ শক্তি বলে।

যে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি সেই মৌলের পরমাণুর বহিঃস্থ শক্তিস্তর থেকে ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন। অপরদিকে, যে মৌলের তড়িৎ ঋণাত্মকতা কম সেই মৌলের পরমাণুর বহিঃস্থ শক্তিস্তর থেকে ইলেকট্রন অপসারণ করে, ধনাত্মক আয়নে পরিণত করতে কম শক্তির প্রয়োজন হয়। ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন তা দ্বারাই মৌলের আয়নিকরণ বিভব মাপা হয়। যেমন-

Mg(g) → Mg+ + e ∆H=738 kJmol-1

আয়নিকরণ শক্তিকে ইলেকট্রন ভোল্ট (eV) এককে বা kcalmol-1 বা kJmol-1 এককে প্রকাশ করা হয়।

আয়নিকরণ শক্তি বিষয়ক অন্যান্য প্রশ্ন-

অক্সিজেনের আয়নিকরন শক্তি নাইট্রোজেনের আয়নিকরন শক্তির চেয়ে কম কেন?

বেরিলিয়াম এর আয়নিকরণ শক্তি বোরনের অপেক্ষা বেশি কেন?

Na+ গঠিত হলেও Na2+ গঠিত হয় না কেন?