বেরিলিয়াম এর আয়নিকরণ শক্তি বোরনের অপেক্ষা বেশি কেন?

বেরিলিয়াম এর আয়নিকরণ শক্তি বোরনের এর চেয়ে বেশি। কারণ Be ও B এর ইলেকট্রন বিন্যাস পর্যালোচনা করে। দেখা যায় যে,

Be (4) – 1s2 2s2

B (5) – 1s2 2s2 2p1

বেরিলিয়াম-এর বহিস্তরের ইলেকট্রন যুগলায়িত অবস্থায় থাকে; তাই এর বহিস্তর থেকে ইলেকট্রন অপসারণ করতে শক্তি লাগে বেশি। কেননা যুগলায়িত ইলেকট্রন এর স্থিতিশীলতা বেশি।

আবার বোরনের বহিস্তরে ১টি অযুগল ইলেকট্রন থাকে বলে এ ইলেকট্রন অপসারণ সহজ। তাই বোরনের এর আয়নিকরণ শক্তি নিম্ন। এজন্য বেরিলিয়াম এর প্রথম আয়নিকরণ শক্তি বোরনের এর চেয়ে বেশি (Be = 900 kJmol-1, B = 800 kJmol-1)।

আয়নিকরন শক্তি সম্পর্কিত অন্যান্য প্রশ্ন –

অক্সিজেনের আয়নিকরন শক্তি নাইট্রোজেনের আয়নিকরন শক্তির চেয়ে কম কেন?