উর্টজ বিক্রিয়া (Wurtz Reaction) কি?

উর্টজ বিক্রিয়া (Wurtz Reaction)

শুষ্ক ইথারীয় দ্রবণে অ্যালকাইল হ্যালাইড, সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে উচ্চতর প্রতিসম অ্যালকেন তৈরি হয়। এই প্রক্রিয়ায় দুই অণু একই অ্যালকাইল হ্যালাইড তাদের হ্যালোজেন হারিয়ে সোডিয়াম হ্যালাইডে পরিণত হয় এবং দুটো অ্যালকাইল মূলক যুক্ত হয়ে দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হয়। এ বিক্রিয়াতে সর্বদা একই অ্যালকাইল হ্যালাইড দুই অণু ব্যবহার করা হয়।

যেমন- ইথাইল ক্লোরাইডকে শুষ্ক ইথারে দ্রবীভূত করে তাতে সোডিয়াম ধাতু যোগ করলে বিউটেন উৎপন্ন হয়।

উর্টজ বিক্রিয়া (Wurtz Reaction) কি?
উর্টজ বিক্রিয়া

উর্টজ বিক্রিয়ায় শুষ্ক ইথার ব্যবহার করা হয় কেন

উর্টজ বিক্রিয়ায় সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়, যা খুবই সক্রিয়। এজন্য অপোলার ইথার দ্রাবক ব্যবহার করা হয়। আবার দ্রাবক হিসেবে যে ইথার ব্যবহার করা হয় তা যদি শুষ্ক না হয় তাহলে সেই পানি সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে। ফলে কাংখিত বিক্রিয়া সংঘটিত হবে না। এজন্য উর্টজ বিক্রিয়ায় শুষ্ক ইথার ব্যবহার করা হয়।

নামধারী অন্যান্য বিক্রিয়া সম্পর্কিত প্রশ্ন –

বেনজিন থেকে কীভাবে ফেনল প্রস্তুত করা যায়?

কার্বিল অ্যামিন বিক্রিয়া কি?

রাইমার টাইম্যান বিক্রিয়া কি?