কার্বিল অ্যামিন বিক্রিয়া কি?

অ্যালকোহলীয় কস্টিক পটাশ বা কস্টিক সোডা ও অ্যানিলিনের সঙ্গে ক্লোরোফরমকে 60-70°C উষ্ণতায় উত্তপ্ত করলে ফিনাইল আইসোসায়ানাইড তথা কার্বিল অ্যামিন উৎপন্ন হয়।

carbylamine reaction

কার্বিল অ্যামিনের উৎকট গন্ধ রয়েছে। এই বিক্রিয়ার সাহায্যে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিনও শনাক্ত করা হয়। অন্যান্য অ্যামিনসমুহ কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয় না।

ক্লোরোফরম সম্পর্কিত অন্যান্য প্রশ্ন –

রাইমার টাইম্যান বিক্রিয়া কি?

ক্লোরোফরম কে রঙিন বোতলে রাখা হয় কেন?

হ্যালোফরম বিক্রিয়া কি?