সম আয়ন প্রভাবের ফলে দ্রাব্যতা হ্রাস পায় কেন?

সম আয়ন প্রভাবের কারণ হলো স্বল্প দ্রাব্য যৌগ সমূহ সম্পূর্ণ আয়োনিত হয় না। মূল যৌগের সাথে এর আয়ন গুলো দ্রবণে সাম্যাবস্থায় থাকে। এখন এই সাম্যাবস্থায় ঐ দ্রবণে উপস্থিত যে কোনো একটি আয়ন যোগ করলে এই সাম্যাবস্থা নষ্ট হয়। ফলে সাম্যাবস্থা ঠিক রাখার জন্য, লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী, ঐ আয়নের ঘনমাত্রা হ্রাস করতে সাম্যাবস্থা বামে সরে যাবে। ফলে যৌগটির দ্রাব্যতা হ্রাস পাবে।

সম আয়ন প্রভাব কি?

যেমন AgCl এর দ্রবনে NaCl যোগ করার ফলে NaCl বিয়োজনের কারণে দ্রবণে Cl  আয়নের সামগ্রিক ঘনমাত্রা বেড়ে যায়। সুতরাং সাম্যাবস্থা স্থির রাখতে হলে বেড়ে যাওয়া Cl এর ঘনমাত্রা কমাতে হবে। এটি সম্ভব যখন Ag+ ও Cl আয়ন পরস্পর যুক্ত হয়ে AgCl গঠন করবে। অর্থাৎ সাম্যের অবস্থা বাম দিকে স্থানান্তর করতে হবে। এতে অতিরিক্ত AgCl দ্রবণ থেকে বেরিয়ে আসে অর্থাৎ অধক্ষিপ্ত হয়। ফলে AgCl এর দ্রাব্যতা হ্রাস পায়।

দ্রাব্যতা সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-

সম আয়ন প্রভাব (Common ion effect) কি?

দ্রাব্যতা কি?

দ্রাব্যতার গুণফল কি?