সম আয়ন প্রভাব (Common ion effect) কি?
একই দ্রবণে দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আয়নিত হয়ে যদি উভয় তড়িৎ বিশ্লেষ্য থেকে একটি সাধারণ আয়ন উৎপন্ন হয় তবে ঐ আয়নটিকে দ্রবণে সম আয়ন (Common ion) বলা হয়। যেমন, পানিতে AgCl ও NaCl যোগ করলে উভয়ই বিয়োজিত হয়ে Cl- আয়ন উৎপন্ন করে। এক্ষেত্রে উভয় যৌগ থেকে একই আয়ন (Cl-) উৎপন্ন হওয়ায় এ ক্লোরাইড (CI-) আয়নই সম আয়ন ।
এখানে এ সম আয়ন (Cl-) এর উপস্থিতির কারণে দ্রবণে উপস্থিত উভয় যৌগের দ্রাব্যতা হ্রাস পায়। তবে স্বল্প দ্রাব্য যৌগ অর্থাৎ মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির (এ ক্ষেত্রে AgCl) দ্রাব্যতা ব্যাপকভাবে কমে যায়। ফলে তা অধঃক্ষিপ্ত হয়। এ প্রভাবটির নামই সম আয়ন প্রভাব (Common ion effect)।
দ্রাব্যতা সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-