p ও s এর মধ্যে কোনটির আয়নিকরণ শক্তি বেশি?
s অরবিটালের আয়নিকরণ শক্তি বেশি। s অরবিটালের আকার সুষম গোলাকার হওয়ায় ইলেক্ট্রন গুলো নিউক্লিয়াসের চারদিকে সমানভাবে ছড়িয়ে থাকে ফলে নিউক্লিয়াসের আকর্ষণ তীব্র হয়। অন্যদিকে p অরবিটাল বর্তুলাকার হওয়ার ফলে ইলেক্ট্রন সমূহে দূরত্ব নিউক্লিয়াস থেকে সমান হয় না। ফলে বেশি দূরত্বে অবস্থানকারী ইলেক্ট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ কম থাকে। এজন্য সহজে ইলেক্ট্রন কে মুক্ত করা সম্ভব হয়। এজন্যই p ও s এর মধ্যে s অরবিটালের আয়নিকরণ শক্তি বেশি হয়।
![p ও s এর মধ্যে কোনটির আয়নিকরণ শক্তি বেশি?](https://rasayonik.com/wp-content/uploads/2023/07/s-and-p-orbitals.jpg)
আয়নীকরন শক্তি সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-
অক্সিজেনের আয়নিকরন শক্তি নাইট্রোজেনের আয়নিকরন শক্তির চেয়ে কম কেন?