দ্রাব্যতার গুণফল কি?
নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্পদ্রাব্য লবণের সম্পৃক্ত দ্রবনে লবণ থেকে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নগুলোর, যথোপযুক্ত ঘাতসহ মোলার ঘনমাত্রার গুণফলের সর্বোচ্চ মানকে ঐ তাপমাত্রায় লবণটির দ্রাব্যতা গুণফল বলে। এক্ষেত্রে লবণটির এক অণুর বিয়োজনে যত সংখ্যক কোনো নির্দিষ্ট আয়ন উৎপন্ন হয় তার ঘনমাত্রাকে সেই ঘাতে উন্নীত করা হয়।
দ্রাব্যতার গুণফলের সমীকরণ
মনে করি, একটি স্বল্পদ্রাব্য লবণ AB এর সম্পৃক্ত জলীয় দ্রবণে অদ্রবীভূত কঠিন AB এবং দ্রবীভূত AB এর বিয়োজনে উৎপন্ন A+ ও B– আয়নের মধ্যে গঠিত সাম্যাবস্থা হলো-
এই সাম্যাবস্থার ক্ষেত্রে ভরক্রিয়া সূত্র প্রয়োগ করে পাই, সাম্যধ্রুবক, K = [A+]x[B–]/[AB]
যেখানে, [A+], [B–] ও [AB] হল সাম্যাবস্থায় যথাক্রমে A+ , B– এবং AB এর মোলার ঘনমাত্রা।
স্থির তাপমাত্রায় বিশুদ্ধ কঠিন পদার্থের মোলার ঘনমাত্রা ধ্রুবক হয়। আবার, স্থির তাপমাত্রায় সাম্যধ্রুবকের মান ও ধ্রুবক হয়। সুতরাং, নির্দিষ্ট তাপমাত্রায় K x [AB] = ধ্রুবক হবে।
সুতরাং, K x [AB] = [A+]x[B–]
বা, Ksp = [A+]x[B–] [sp = solubility product], যেখানে, Ksp = K x [AB]
এটিই স্বল্প দ্রাব্য লবণের দ্রাব্যতা গুনফলের গানিতিক সমীকরণ।
দ্রাব্যতা গুণফলের বৈশিষ্ট্য
- নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্পদ্রাব্য লবণের দ্রাব্যতা গুণফলের মান সর্বদা ধ্রুবক। তাপমাত্রার পরিবর্তনে দ্রাব্যতা গুণফলের মান পরিবর্তিত হয়।
- স্থির তাপমাত্রায় স্বল্পদ্রাব্য লবণের সম্পৃক্ত দ্রবণে লবণ থেকে উৎপন্ন আয়নগুলোর ঘনমাত্রার পরিবর্তন করলে দ্রাব্যতা গুণফল অপরিবর্তিত থাকে। এমনকি দ্রবণে অন্য কোনো আয়ন উপস্থিত থাকলেও যোগটির দ্রাব্যতা গুণফলের মানের কোনো পরিবর্তন হয় না।
দ্রাব্যতা সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-