রাইডার ধ্রুবক কি?
রাইডার হল নির্দিষ্ট জানা ভরের একটি অতি সূক্ষ্ম ধাতব (Pt বা Al) তারের বাঁকানো টুকরা (চিত্রে প্রদর্শিত) যা ব্যালেন্সের বিমের উপর দিয়ে চলাচল করতে পারে। প্রতিটি রাইডারের জন্য নির্দিষ্ট ভরের একটি স্থির সংখ্যাসূচক মান গণনা করা যায়। এটি রাইডারের ভরকে বিমের দৈর্ঘ্যের শতাংশে প্রকাশ করা হয়। এ স্থির মানকে ঐ রাইডারটির জন্য ‘রাইডার ধ্রুবক‘ বলে।
পল-বুঙ্গে ব্যালেন্সের বিমের বাম প্রান্তে ০ (শূন্য) এবং ডান প্রান্তে (যে প্রান্তে ভর বসানো পাল্লা ঝুলানো) 100 দাগাংকিত থাকে। ওজন নেয়ার পূর্বেই একটি নির্দিষ্ট ভরের (10 mg বা 5 mg) রাইডার বিমের শূন্য দাগে বসিয়ে ডান প্রান্তের ড্র ঘুরিয়ে সমতা করে ব্যালেন্স ক্যালিব্রেট (Calibrate) করা হয়। এবার রাইডার ধ্রুবক নির্ণয়ের জন্য যদি 10 mg ভরের রাইডারকে শূন্য দাগ থেকে ডান দিকে 100 দাগে সরিয়ে নেয়া হয় তবে ডান পাল্লায় 10 x 2 – 20 mg ভর যোগ হয়। কারণ এতে বাম পাল্লায় 10 mg ভর হ্রাস পায় এবং ডান পাল্লায় 10 mg ভর যুক্ত হয়। সুতরাং,
100 দাগের জন্য রাইডারের মোট ভর পরিবর্তন 20mg
বা, 1 দাগের জন্য রাইডারের মোট ভর পরিবর্তন = 20/100 = 0.2mg = 0.0002g
রাইডার ধ্রুবক গণনার সূত্র
R = 2× w/ 100
= 2 × 10/100 = 0.2mg = 0.0002গ
ল্যাবরেটরির নিরাপদ রসায়ন সম্পর্কিত পোস্ট