রেসিমিক মিশ্রণ কি?
এনানশিওমারের সম আনবিক মিশ্রন কে রেসিমিক মিশ্রণ বলে। যেহেতু এনানশিওমার অনুসমূহ সমতলীয় আলোর তল কে সম পরিমানে বিপরীত দিকে ঘুরায়, ফলে এনানশিওমারের সম আনবিক মিশ্রনের কোন আলোক সক্রিয়তা থাকে না।
d-ল্যাকটিক এসিড এবং l-ল্যাকটিক এসিডের সম আনবিক মিশ্রন আলোক নিষ্ক্রিয় হয়। কেননা এরা সমতলীয় আলো কে সম পরিমানে বিপরীত দিকে ঘুরায়।
আলোক সক্রিয়তা সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-
আলোক সক্রিয় সমানুতা বা আলোক সমানুতা কি? আলোক সক্রিয় সমানুতার শর্ত গুলো লিখ।