এনানশিওমার কি?

কোন যৌগের আলোক সক্রিয় সমানু গুলোর মধ্যে যে সমানুদ্বয় সমতলী আলোর তলকে সমপরিমাণে বিপরীত দিকে ঘুরায় তাদের এনানশিওমার বলে।

যেমন- d-ল্যাকটিক এসিড ২৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় এক সমতলীয় আলোর তলকে +২.২৪ ডিগ্রী ডান দিকে ঘুরায় আবার l-ল্যাকটিক এসিড ২৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় এক সমতলীয় আলোর তলকে -২.২৪ ডিগ্রী বাম দিকে ঘুরায়। সুতরাং d এবং l -ল্যাকটিক এসিড পরস্পরে এনানশিওমার।

d-ল্যাকটিক এসিড এবং l-ল্যাকটিক এসিড পরস্পরে এনানশিওমার।
d-ল্যাকটিক এসিড এবং l-ল্যাকটিক এসিড পরস্পরে এনানশিওমার।

আলোক সক্রিয়তা সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-

আলোক সক্রিয় সমানুতা বা আলোক সমানুতা কি? আলোক সক্রিয় সমানুতার শর্ত গুলো লিখ।

রেসিমিক মিশ্রণ কি?