আলোক সক্রিয় সমানুতা বা আলোক সমানুতা কি? আলোক সক্রিয় সমানুতার শর্ত গুলো লিখ।

আলোক সক্রিয় সমানুতা

একই রাসায়নিক সংকেত, আনবিক ভর, রাসায়নিক ও ভৌত ধর্ম বিশিষ্ট অনুসমূহের একসমতলীয় আলোর প্রতি ভিন্ন ভিন্ন আচরণ করা কে আলোক সক্রিয়তা বলে। আলোক সক্রিয়তার ফলে উদ্ভূত সমানুতা কে আলোক সক্রিয় সমানুতা বলে।

যেমন- ল্যাকটিক এসিডের একটি সমানু একসমতলীয় আলোকে ডান দিকে এবং অপর সমানু বাম দিকে ঘুরায়। যদিও তাদের রাসায়নিক সংকেত, আনবিক ভর, রাসায়নিক ও ভৌত ধর্ম বিশিষ্ট একই।

ল্যাকটিক এসিড আলোক সক্রিয়তা প্রদর্শন করে।
d-ল্যাকটিক এসিড একসমতলীয় আলোকে ডান দিকে এবং l-ল্যাকটিক এসিড একসমতলীয় আলোকে বাম দিকে ঘুরায়।

আলোক সক্রিয় সমানুতার শর্ত

১. অনুতে অবশ্যই অপ্রতিসম কার্বন পরমাণু থাকতে হবে।

২. সমানুগুলো একে অপরের দর্পন প্রতিবিম্ব হবে।

৩. সমানুগুলো একে অপরের উপর উপরিস্থাপনীয় হতে পারবে না।

৪. অনুতে কোন প্রকার প্রতিসাম্য থাকা যাবে না।

৫. অনুতে কোন প্রকার প্রতিসম তল থাকা যাবে না।

আলোক সক্রিয়তা সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-

রেসিমিক মিশ্রণ কি?

এনানশিওমার কি?