বাষ্পচাপ অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র প্রতিপাদন কর। (Raoults Law of Lowering of Vapour Pressure)

রাউল্টের সূত্র

“কোন দ্রাবকে একটি অনুদ্বায়ী ও তড়িৎ অবিশ্লেষ্য দ্রব দ্রবীভূত করলে দ্রাবকটির বাষ্পচাপের যে আপেক্ষিক অবনমন ঘটে তা দ্রবের মোল ভগ্নাংশের সমান।”

যদি কোন নির্দিষ্ট তাপমাত্রায় একটি তরল দ্রাবকের বাষ্পচাপ P° এবং দ্রাবকটিতে দ্রব দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের বাষ্পচাপ P হয় এবং দ্রব এবং দ্রাবকের মোলসংখ্যা যথাক্রমে nA ও nB হয় তবে রাউন্টের সূত্র অনুসারে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন-

আপেক্ষিক অবনমন = দ্রবের মোল ভগ্নাংশ

বাষ্পচাপের অবনমন = P° – P

রাউল্টের সূত্র

এটিই রাউল্টের সূত্রের গানিতিক রূপ।

আদর্শ দ্রবণ সম্পর্কিত অন্যান্য প্রশ্ন

আদর্শ দ্রবন ও অনাদর্শ দ্রবনের মধ্যে পার্থক্য লিখ।

দ্রবনের কলিগেটিভ ধর্ম কি?