আদর্শ দ্রবন ও অনাদর্শ দ্রবনের মধ্যে পার্থক্য লিখ।

আদর্শ দ্রবনঅনাদর্শ দ্রবন
১. যে সকল দ্রবণ রাউল্টের সূত্র মেনে চলে তাদের আদর্শ দ্রবণ বলে।১. যে সকল দ্রবণ রাউল্টের সূত্র মেনে চলে না তাদের আদর্শ দ্রবণ বলে।
২. আদর্শ দ্রবণ প্রস্তুতিতে কোন প্রকার তাপ শোষিত বা উৎপন্ন হয় না।২. অনাআদর্শ দ্রবণ প্রস্তুতিতে কোন প্রকার তাপ শোষিত বা উৎপন্ন হয়।
.৩. আদর্শ দ্রবণ প্রস্তুতির সময় দ্রবণের উপাদান সমূহ মিশ্রিত করলে আয়তনের কোন পরিবর্তন হয় না অর্থাৎ দ্রবণের মোট আয়তন উপাদান সমূহের মোট আয়তনের সমান।.৩. আদর্শ দ্রবণ প্রস্তুতির সময় দ্রবণের উপাদান সমূহ মিশ্রিত করলে আয়তনের পরিবর্তন ঘটে অর্থাৎ দ্রবণের মোট আয়তন উপাদান সমূহের মোট আয়তনের সমান হয় না।
৪. দ্রবণ যত লঘু হবে তা ততই আদর্শ দ্রবণে পরিনত হয়।৪. দ্রবণ যত ঘন হবে তা ততই অনাআদর্শ দ্রবণে পরিনত হয়।