বেনজিন বলয়ে অর্থো-প্যারা এবং মেটা নির্দেশক গ্রুপ কী

বেনজিন বলয়ে অর্থো-প্যারা নির্দেশক গ্রুপ

যে সব গ্রুপ বেনজিন বলয়ে প্রথম প্রতিস্থাপক গ্রুপ হিসেবে উপস্থিত থাকলে দ্বিতীয় আগত গ্রুপটি বলয়ের অর্থো এবং প্যারা পজিশনে যুক্ত হয় তাদের অর্থো-প্যারা নির্দেশক গ্রুপ বলা হয়। যেমন- অ্যামিনো গ্রুপ (-NH2), হাইড্রোক্সিল গ্রুপ (-OH), অ্যালকাইল গ্রুপ (-R) ইত্যাদি।

অর্থো-প্যারা নির্দেশক গ্রুপ গুলোতে মুক্তজোড় ইলেক্ট্রন থাকে অথবা তারা ইলেক্ট্রন দান করার ক্ষমতা থাকে। মুক্তজোড় ইলেক্ট্রন সমূহ রেজোন্যান্স প্রভাবের মাধ্যমে এবং ইলেক্ট্রন দানকারী গ্রুপ গুলো হাইপারকনজুগেশনের মাধ্যমে বেনজিন বলয়ে ইলেক্ট্রন দান করে। ফলে বেনজিন বলয়ের অর্থো ও প্যারা পজিশনে ইলেক্ট্রনের ঘনত্ব বৃদ্ধি পায়। এ জন্য আগত গ্রুপটি অর্থো ও প্যারা পজিশনে যুক্ত হয়।

হাইড্রোক্সিল গ্রুপ একটি অর্থো প্যারা নির্দেশক।
হাইড্রোক্সিল গ্রুপ অর্থো প্যারা নির্দেশক।

বেনজিন বলয়ে মেটা নির্দেশক গ্রুপ

যে সব গ্রুপ বেনজিন বলয়ে প্রথম প্রতিস্থাপক গ্রুপ হিসেবে উপস্থিত থাকলে দ্বিতীয় আগত গ্রুপটি বলয়ের মেটা পজিশনে যুক্ত হয় তাদের মেটা নির্দেশক গ্রুপ বলা হয়। যেমন- নাইট্রো গ্রুপ (-NO2), অ্যালডিহাইড গ্রুপ (-CHO), কার্বোক্সিলিক এসিড গ্রুপ (-COOH) ইত্যাদি।

মেটা নির্দেশক গ্রুপ গুলোতে তড়িৎ ঋনাত্মক পরমাণু থাকে। ফলে এই গ্রুপ গুলো বেনজিন বলয় থেকে ইলেক্ট্রন নিজেদের দিকে টেনে নেয় ফলে বেনজিন বলয়ের অর্থো ও প্যারা পজিশনে ইলেক্ট্রনের ঘনত্ব হ্রাস পায়। কিন্তু মেটা পজিশনে ইলেক্ট্রন ঘনত্ব অর্থো-প্যারা পজিশনের চেয়ে বেশি থাকায় আগত গ্রুপটি মেটা পজিশনে যুক্ত হয়।

কার্বোক্সিলিক এসিড গ্রুপ মেটা নির্দেশক।
কার্বোক্সিলিক এসিড গ্রুপ মেটা নির্দেশক।

একই ধরনের অন্যান্য প্রশ্ন –

ক্লোরিন অর্থো প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও বেনজিন বলয় কে অসক্রিয় করে-ব্যাখ্যা কর। Why is Cl group ortho-para directing but ring deactivating?

নাইট্রো মূলক মেটা নির্দেশক কেন?

অ্যারোমেটিক নিউক্লিয়াস কাকে বলে?