অ্যারোমেটিক নিউক্লিয়াস কাকে বলে?
অ্যারোমেটিক নিউক্লিয়াস
অ্যালকাইল প্রতিস্থাপিত বেনজিন জাতক সমূহের (যেমন, টলুইন, ইথাইল বেনজিন, ডাই মিথাইল বেনজিন ইত্যাদি) অ্যারাইল বা ফিনাইল গ্রুপ কে অ্যারোমাটিক নিউক্লিয়াস বলে। নিচে ইথাইল বেনজিনের অ্যারোমাটিক নিউক্লিয়াস দেখানো হয়েছে-
অ্যারোমাটিক যৌগের পার্শ্ব শিকল
অ্যালকাইল প্রতিস্থাপিত অ্যারোমাটিক যৌগের প্রতিস্থাপিত অ্যালকাইল গ্রুপকে অ্যারোমেটিক যৌগের পার্শ্ব শিকল বলে। ইথাইল বেনজিনের ইথাইল গ্রুপটি হল পার্শ্ব শিকল।
অ্যারোমাটিক যৌগের পার্শ্ব শিকল শুধুমাত্র অ্যালকাইল প্রতিস্থাপিত গ্রুপকেই বলা যাবে। অন্যান্য গ্রুপ যেমন অ্যামিনো গ্রুপ, কার্বোক্সিলিক এসিড গ্রুপ ইত্যাদি থাকলে তাদের পার্শ্ব শিকল বলা যাবে না।