দুর্বল এসিড ও দুর্বল ক্ষারের প্রশমন তাপ ধ্রুব হয় না কেন?

এসিড ও ক্ষার এর কোনটি দুর্বল হলে লঘু দ্রবণেও পুরোপুরি আয়নিত হয় না। অথচ বিক্রিয়ায় অংশগ্রহণের পূর্বে এদেরকে আয়নিত হতে হয়। ফলে আয়নিত করতে কিছু পরিমাণ শক্তি প্রয়োজন হয়। প্রশমন বিক্রিয়ায় নির্গত তাপ এ শক্তির যোগান দেয়। ফলে নির্গত তাপের কমে যায়। এ জন্য এসিড ও ক্ষারের প্রশমনের ক্ষেত্রে স্থির মানের চেয়ে কিছুটা কম পরিমানে তাপশক্তি নির্গত হয়।

যেমন- মৃদু এসিড CH3COOH এবং তীব্র ক্ষার NaOH এর প্রশমন তাপ কিছুটা কম। অর্থাৎ – 55:2kJ mol-1

CH3COOH (aq) + NaOH (aq) = CH3COONa (aq) + H2O; -55.2 kJ mol-1

প্রশমন তাপ সংক্রান্ত অন্যান্য প্রশ্ন-
প্রশমন তাপ কি?
তীব্র এসিড তীব্র ক্ষারের প্রশমন তাপ ধ্রুবক কেন?
তীব্র ক্ষার ও HF এর প্রশমন তাপের মান বেশি কেন?