তীব্র ক্ষার ও HF এর প্রশমন তাপের মান বেশি কেন?

আবার HF (aq) এবং NaOH এর প্রশমনের ক্ষেত্রে স্থির তাপের চেয়ে কিছু পরিমাণ বেশি তাপ নির্গত হয়। কারণ হিসেবে বলা যেতে পারে, এক্ষেত্রে উৎপন্ন লবণ NaF পানিতে দ্রবীভূত হয়ে Na+ এবং F আয়ন উৎপন্ন করে। ক্ষুদ্রাকৃতির F আয়নের চার্জ ঘনত্ব অন্যান্য আয়নের চেয়ে বেশি হওয়ায় F আয়ন এর সাথে দ্রাবক পানি তুলনামূলকভাবে কিছুটা বেশি দৃঢ়ভাবে যুক্ত হয়। ফলে নির্গত তাপশক্তি বেশি হয়। কারণ আমরা জানি, বন্ধন সৃষ্টি হলেই তাপ নির্গত হয় এবং বন্ধন যত দৃঢ় হবে তাপ উৎপাদনের পরিমাণও তত বেড়ে যাবে। দ্রবণের এ তাপকে দ্রাবকযুক্তকরণ শক্তি’ (solvation energy) বা দ্রাবক পানি হওয়ায় তাকে হাইড্রেশন এনথালপি বলে। ফ্লোরাইড আয়নের এ উল্লেখযোগ্য মাত্রায় বাড়তি হাইড্রেশন এনথালপি HF এর প্রশমন তাপের সঙ্গে একত্রে নির্গত হয় বলে HF এর প্রশমন তাপের মান এমনকি তীব্র এসিড অপেক্ষাও অস্বাভাবিকভাবে উচ্চ (প্রায় 68kJ mol-1) মনে হয়। যেমন-

HF (aq) + NaOH (aq) = Na+F (aq) + H2O ; 68 kJ mol-1

প্রশমন তাপ সংক্রান্ত অন্যান্য প্রশ্ন-

প্রশমন তাপ কি?