অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বর্ণনা কর।
অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল
CH3COOH + CH3COONa এর মিশ্রণ একটি অম্লীয় বাফার দ্রবণ। সাম্যাবস্থায় এ দ্রবণে H+, CH3COO– ও Na+ উপস্থিত থাকে। এ ধরনের একটি বাফার দ্রবণে কিছু পরিমাণ এসিড তথা H+যোগ করা হলে দ্রবণে উপস্থিত CH3COO– এর সাথে H+ যুক্ত হয়ে CH3COOH এ পরিণত হয়।
CH3COO–+ H+ = CH3COOH
যেহেতু CH3COOH একটি মৃদু এসিড তাই এ বিক্রিয়ার সাহায্যে উৎপন্ন এসিড অ-আয়নিত অবস্থায় থাকে এবং pH এর তেমন পরিবর্তন হয় না। অপরপক্ষে, বাফার দ্রবণে ক্ষারক যোগ করা হলে উৎপন্ন OH– আয়ন দ্রবণে উপস্থিত H+ আয়নের সাথে যুক্ত হয়ে H2O উৎপন্ন করে। বাফার দ্রবণে OH– যোগ করার পর যে পরিমাণ H+ প্রশমিত হয়, দ্রবণে উপস্থিত মৃদু এসিড CH3COOH আয়নিত হয়ে তা পূরণ করে দেয়। ফলে দ্রবণের pH এর পরিবর্তন হয় না।
H+ + OH– = H2O
ফলে উভয় ক্ষেত্রে pH এর কোন পরিবর্তন হয় না।
বাফার দ্রবণ সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-