বাফার ক্ষমতা কি?

সিস্টেমে যোগ করা এসিড বা ক্ষারকে প্রশমিত করে pH পরিবর্তনে তার প্রভাবকে অকার্যকর করে দেয়ার সামর্থ্যকেই বাফার ক্ষমতা বলে। একে একটি অনুপাত দ্বারা প্রকাশ করা হয়।

বাফার ক্ষমতা = সংযোগকৃত এসিড বা ক্ষারের মোল সংখ্যা (প্রতি লিটার বাফার দ্রবণে)/pH এর পরিবর্তন

যোগ করা এসিড বা ক্ষারের পরিমাণ যত বেশি এবং তার বিপরীতে pH এর পরিবর্তন যত কম এ দুই এর অনুপাত তত বেশি। ফলে বাফার ক্ষমতা তত উচ্চ।

বাফার দ্রবণ সম্পর্কিত অন্যান্য প্রশ্ন –

বাফার দ্রবণ কি?

অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বর্ণনা কর।

ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বর্ণনা কর।