আয় বাড়লে সব ক্ষেত্রে চাহিদা বাড়ে না কেন?

আয় বাড়লে সবসময় চাহিদা বাড়ে না। কিছু কিছু সময়ে আয় বাড়ার সাথে সাথে দ্রব্যমূল্য বাড়ে। এ সময় তাই আয় বাড়লেও চাহিদা বাড়ে না। আবার কিছু দ্রব্য আছে যেগুলো আয় বাড়লে মানুষ আর ক্রয় করে না। যেমন গিফেন দ্রব্য। এ অবস্থায় আয় বাড়লেও চাহিদা বাড়ে না ।

চাহিদা সংক্রান্ত অন্যান্য প্রশ্ন-

চাহিদা বিধি কী?

দাম স্থির থেকে আয় বাড়লে চাহিদা রেখার কোন ধরনের পরিবর্তন ঘটবে?

কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাই চাহিদা নয়- ব্যাখ্যা কর।