কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাই চাহিদা নয়- ব্যাখ্যা কর।

উত্তর: অর্থনীতিতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলা যায় না। চাহিদা হলো একজন লোকের এরূপ আকাঙ্ক্ষা যা পূরণের জন্য তার তিনটি অনুষঙ্গ থাকতে হবে । যথা—

(i) ভোগ করার ইচ্ছা

(ii) ক্রয় করার সামর্থ্য

(iii) অর্থ ব্যয় করার ইচ্ছা

এই তিনটি বৈশিষ্ট্যের সমন্বয়ে চাহিদা সৃষ্টি হয় । তাই বলা যায়, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাই চাহিদা নয়।