ইথানল থেকে কীভাবে ক্লোরোফরম প্রস্তুত করবে?

পরীক্ষাগারে ব্লিচিং পাউডার, পানি ও ইথানল এর মিশ্রণকে পাতন করে ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফরম তৈরি করা হয়।

ইথানল থেকে কীভাবে  ক্লোরোফরম প্রস্তুত করবে?


বিক্রিয়াটি চারটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে ব্লিচিং পাউডার ও পানির বিক্রিয়ায় ক্লোরিন ও Ca(OH)2 উৎপন্ন হয়।

এরপর উৎপন্ন ক্লোরিন দ্বারা ইথানল প্রথমে জারিত হয়ে ইথান্যাল (অ্যাসিটালডিহাইড) উৎপন্ন করে।

ইথান্যাল ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ট্রাইক্লোরো ইথান্যাল বা ক্লোরাল উৎপন্ন করে।

সবশেষে ক্লোরাল চুন বা Ca(OH)2 এর দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে ট্রাইক্লোরোমিথেন ও ক্যালসিয়াম ফরমেট নামক লবণ উৎপন্ন করে।

ক্লোরোফরম সম্পর্কিত অন্যান্য প্রশ্ন –

ক্লোরোফরম কে রঙিন বোতলে রাখা হয় কেন?

হ্যালোফরম বিক্রিয়া কি?

কার্বিল অ্যামিন বিক্রিয়া কি?