জ্যামিতিক সমানুতা কি? জ্যামিতিক সমানুতার শর্ত কি কি?

জৈব যৌগের কার্বন-কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তন সম্ভব না হলে তখন ভিন্ন কনফিগারেশন যুক্ত দুই ধরনের যৌগ অনু তৈরি হয় তাদের জ্যামিতিক সমানু বলা হয় আর এধরনের যৌগের সমানুতাকে জ্যামিতিক সমানুতা বলে একে সিস-ট্রান্স সমানুতাও বলে।

জ্যামিতিক সমানুতার শর্ত

১. কার্বন-কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত আবর্তনে বাধা থাকতে হবে।
২. কার্বন-কার্বন বন্ধনের দুই কার্বন পরমাণুতে ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত থাকতে হবে।
৩. ভিন্ন ভিন্ন গ্রুপ গুলো একই বা প্রায় একই সমতলে থাকতে হবে।

সমানুতা সম্পর্কিত অন্যান্য প্রশ্ন –

আলোক সক্রিয় সমানুতা বা আলোক সমানুতা কি? আলোক সক্রিয় সমানুতার শর্ত গুলো লিখ।

রেসিমিক মিশ্রণ কি?

এনানশিওমার কি?