কলয়েড ও সাসপেনশন এর পার্থক্য লিখ।
কলয়েড ও সাসপেনশন এর পার্থক্য-
কলয়েড | সাসপেনশন |
---|---|
১। কলয়েড হচ্ছে এক ধরনের অসমত্ত্ব মিশ্রণ যেখানে কঠিন উপাদানের আনুবীক্ষণিক কণা গুলো অন্য একটি উপদানের (দশার) মধ্যে ছড়িয়ে থাকে। | ১। সাসপেনশন হচ্ছে এক ধরনের অসমত্ত্ব মিশ্রণ যেখানে কঠিন উপাদানের কণা গুলো তরল উপদানের (দশার) মধ্যে ছড়িয়ে থাকে। |
২। কলয়েডের কণার ব্যাসার্ধ ১ ন্যানো মিটার থেকে ১ মাইক্রো মিটারের মধ্যে হয়। ফলে কণা গুলোকে খালি চোখে দেখা যায় না। | ২। সাসপেনশনের কণার ব্যাসার্ধ অবশ্যই ১ মাইক্রো মিটারের বেশি হতে হবে। |
৩। কলয়েডেরকণা গুলোকে খালি চোখে দেখা যায় না। | ৩। সাসপেনশনের কণা গুলোকে খালি চোখে দেখা যায়। |
৪। দীর্ঘ সময় স্থিরভাবে রেখে দিলে কলয়েডের কণা গুলো অধঃক্ষিপ্ত হয় না। | ৪। দীর্ঘ সময় স্থিরভাবে রেখে দিলে সাসপেনশনের কণা গুলো অধঃক্ষিপ্ত হয়। |
৫। কলয়েডের কণা গুলো কঠিন, তরল বা গ্যাসীয় দশায় ছড়িয়ে থাকতে পারে। | ৫। সাসপেনশনের কণা শুধুমাত্র তরল দশায় ছড়িয়ে থাকে। |
৬। উদাহরন- মেঘ, কুয়াশা, সেভিং ফোম। | ৬। উদাহরন- বালি ও পানির মিশ্রণ, কাদা পানির মিশ্রণ, আটা ও পানির মিশ্রণ। |
কলয়েড ও সাসপেনশন সংক্রান্ত অন্যান্য প্রশ্ন-