কলয়েড ও সাসপেনশন এর পার্থক্য লিখ।

কলয়েড ও সাসপেনশন এর পার্থক্য-

কলয়েডসাসপেনশন
১। কলয়েড হচ্ছে এক ধরনের অসমত্ত্ব মিশ্রণ যেখানে কঠিন উপাদানের আনুবীক্ষণিক কণা গুলো অন্য একটি উপদানের (দশার) মধ্যে ছড়িয়ে থাকে।১। সাসপেনশন হচ্ছে এক ধরনের অসমত্ত্ব মিশ্রণ যেখানে কঠিন উপাদানের কণা গুলো তরল উপদানের (দশার) মধ্যে ছড়িয়ে থাকে।
২। কলয়েডের কণার ব্যাসার্ধ ১ ন্যানো মিটার থেকে ১ মাইক্রো মিটারের মধ্যে হয়। ফলে কণা গুলোকে খালি চোখে দেখা যায় না।২। সাসপেনশনের কণার ব্যাসার্ধ অবশ্যই ১ মাইক্রো মিটারের বেশি হতে হবে।
৩। কলয়েডেরকণা গুলোকে খালি চোখে দেখা যায় না।৩। সাসপেনশনের কণা গুলোকে খালি চোখে দেখা যায়।
৪। দীর্ঘ সময় স্থিরভাবে রেখে দিলে কলয়েডের কণা গুলো অধঃক্ষিপ্ত হয় না।৪। দীর্ঘ সময় স্থিরভাবে রেখে দিলে সাসপেনশনের কণা গুলো অধঃক্ষিপ্ত হয়।
৫। কলয়েডের কণা গুলো কঠিন, তরল বা গ্যাসীয় দশায় ছড়িয়ে থাকতে পারে।৫। সাসপেনশনের কণা শুধুমাত্র তরল দশায় ছড়িয়ে থাকে।
৬। উদাহরন- মেঘ, কুয়াশা, সেভিং ফোম।৬। উদাহরন- বালি ও পানির মিশ্রণ, কাদা পানির মিশ্রণ, আটা ও পানির মিশ্রণ।

কলয়েড ও সাসপেনশন সংক্রান্ত অন্যান্য প্রশ্ন-

কলয়েড কি?

সাসপেনশন কি?