সাসপেনশন কি?

যদি দুই ফেজ এর কোন সিস্টেমে একটি বিস্তৃত ফেজ বা বিস্তার মাধ্যম এর মধ্যে বণ্টিত বা ডিসপার্স ফেজ এর কণার ব্যাস তথা আকার 10-4 বা তার চেয়ে বড় (10-4 – 10-1 cm) হয় তখন মিশ্রণটির কণাগুলোকে খালি চোখেই দেখা যায়। এ সিস্টেমের নাম সাসপেনশন বা প্রলম্বন।

যেমন, ঘোলা কাদাময় পানি হলো পানিতে মাটির কণার একটি সাসপেনশন মাটির কণার আকার 10-4 cm বা এর চেয়ে বড় বলে এটিকে খালি চোখে পানিতে ভাসতে দেখা যায়। কণাগুলো ফিল্টার পেপার বা ঝিল্লীর মধ্য দিয়ে অতিক্রম করতে পারে না।

সাসপেনশন সংক্রান্ত অন্যান্য প্রশ্ন-

কলয়েড ও সাসপেনশন এর পার্থক্য লিখ।