ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কি?

ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নিচের টেবিলে দেয়া হল

ইলেকট্রন আসক্তিতড়িৎ ঋণাত্মকতা
১. সর্বনিম্ন শক্তিস্তরে স্থিত কোনো বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুতে ১টি অতিরিক্ত ইলেকট্রন যুক্ত করার ফলে নির্গত শক্তির পরিমাণ কে ইলেকট্রন আসক্তি বলে।১. সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় কোনো মৌলের পরমাণুর বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে আকর্ষণ করার প্রবণতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে।
২. এটি বিচ্ছিন্ন পরমাণুর ধর্ম।২. এটি সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুর ধর্ম ।
৩. ইলেকট্রন-ভোল্ট (পরমাণু প্রতি) বা কিলোক্যালরি/ মোল বা কিলোজুল মোল এককে প্রকাশ করা হয়।৩. এর কোনো একক নেই। বিভিন্ন স্কেলে সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয়।
৪. একটি নির্দিষ্ট মৌলের ইলেকট্রন-আসক্তির মান নির্দিষ্ট।৪. কোনো নির্দিষ্ট মৌলের পরমাণু কীরূপ জারণ অবস্থায় আছে বা কীরূপ সংকরায়ণ অবস্থায় আছে তার উপর তড়িৎ-ঋণাত্মকতার মান নির্ভর করে। যেমন, কার্বনের ক্ষেত্রে তড়িৎ-ঋণাত্মকতার ক্রম হলো: sp3-C> sp2-C> sp-C
৫. কোনো মৌলের পরমাণুর অ্যানায়ন গঠনের প্রবণতা সম্পর্কে ধারণা দেয়।. সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সংশ্লিষ্ট বন্ধনের পোলারিটি সম্পর্কে ধারণা দেয় ।
৬. পর্যায় বা গ্রুপ বরাবর ইলেকট্রন আসক্তির পরিবর্তন অনেক ক্ষেত্রেই অনিয়মিত (irregular)।৬. পর্যায় বা গ্রুপ বরাবর তড়িৎ-ঋণাত্মকতার পরিবর্তন প্রায় নিয়মিত (regular)।

ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-

ক্লোরিন অপেক্ষা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কম-ব্যাখ্যা কর ।

ফ্লুরিন সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল কেন?

হ্যালোজেনসমূহের তড়িৎ ঋণাত্মকতার উচ্চক্রমটি লিখ।