শূণ্য ক্রম বিক্রিয়া কাকে বলে?

যে বিক্রিয়া হার (-dC/dt) বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না তাকে শূণ্য ক্রম বিক্রিয়া বলে। যেমন, ফটো সিন্থেটিক বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে না কাজেই ফটো সিন্থেটিক বিক্রিয়া সমূহকে শূণ্য ক্রম বিক্রিয়া বলা হয়।

আরও পড়ুন-

রাসায়নিক বিক্রিয়ার হার কাকে বলে?

বিক্রিয়ার ক্রম কাকে বলে?