রাসায়নিক বিক্রিয়ার হার কাকে বলে?

একটি বিক্রিয়ার একক সময়ে বিক্রয়কের ঘনমাত্রার হ্রাসের পরিমাণ কে ঐ বিক্রিয়ার হার বলা হয়।
মনে করি, t1 সময়ে একটি বিক্রিয়ার ঘনমাত্রা C1 এবং t2 সময়ে বিক্রিয়ার ঘনমাত্রা হ্রাস পেয়ে C2 হয়। সুতরাং (t2-t1) সময়ে বিক্রিয়াটিতে ঘনমাত্রা হ্রাস পায় = C2-C1 বা dt সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় = – dC

একক সময়ে বিক্রয়কের ঘনমাত্রার হ্রাস পায় = -dC/dt

বিক্রিয়ার হারের একক হল, molL-1s-1

বিক্রিয়ার হার সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-

ভর ক্রিয়া সূত্র কি?