ল্যাটিস শক্তি কি?
আয়নিক যৌগের কেলাস গঠনের সময় যখন বিপরীত আধানযুক্ত আয়নসমূহ নিজেদের নিকটে আসে, তখন তাদের মধ্যবর্তী দূরত্ব হ্রাস পায় যার ফলে তাদের মধ্যকার স্থিতিশক্তির মান হ্রাস পায়। যে পরিমাণ স্থিতিশক্তি হ্রাস পায়, তার সমপরিমাণ শক্তি কেলাস হতে নির্গত হয়। এই নির্গত শক্তিকে যৌগের কেলাস ল্যাটিস শক্তি বলে।
যেমন— সোডিয়াম ও ক্লোরিনের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড এর স্ফটিক গঠিত হতে 788 kJ শক্তি নির্গত হয়।সুতরাং NaCl এর ল্যাটিস শক্তি = -788 kJ mol
দ্রাব্যতা সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-