বিক্রিয়ার ক্রম কাকে বলে?
“বিক্রিয়কের ঘনমাত্রা (C) কে যে খাতে (power) উন্নীত করলে উন্নীত রাশিটি পরীক্ষালব্ধ বিক্রিয়া হারের সমানুপাতিক হয় তাকে বিক্রিয়ার ক্রম বলে।”
অর্থাৎ, -dC/dt α Cn
এক্ষেত্রে বিক্রিয়া ক্রম n । সুতরাং বিক্রিয়া ক্রম বিক্রিয়কের ঘনমাত্রার একটি সূচক যার উপর বিক্রিয়া হার নির্ভরশীল। বিক্রিয়া হার বিক্রিয়াস্থলে উপস্থিত একটি বা একাধিক বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল হতে পারে। যদি বিক্রিয়ার হার একাধিক বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল হয় তবে সবকটি বিক্রিয়কের ঘনমাত্রার সূচকের সমষ্টি বিক্রিয়াটির মোট ক্রম নির্দেশ করে।
আরও পড়ুন-রাসায়নিক বিক্রিয়ার হার কাকে বলে?