অরবিটাল কি?

নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোন নির্দিষ্ট শক্তির ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা বেশি থাকে তাকে অরবিটাল বলে। অরবিটাল হচ্ছে তরঙ্গ ফাংশন যা দ্বারা কোন পরমাণুতে ইলেকট্রনের অবস্থান বর্ণনা করা যায়।

পরমাণুতে চার ধরনের অরবিটাল পাওয়া যায়- s, p, d এবং f

  1. p অরবিটাল আবার তিন ধরনের- pxy, pyz and pzx
  2. d অরবিটাল পাঁচ ধরনের- dxy, dyz, dzx, dz2 and dx2-y2
  3. f অরবিটাল সাত ধরনের- fx(x2-3y2), fy(3x2y2), fz(x2y2)fxyz, fyz2, 7fxz2 and fz3
অরবিটাল কি?

পরমাণুর গঠন সংক্রান্ত অন্যান্য প্রশ্ন-

  1. অরবিট কি?
  2. অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য লিখ।
  3. বোরের পরমাণু মডেল বর্ণনা কর। এই মডেলের সীমাবদ্ধতা গুলো কি কি?