অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য লিখ।

অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য নিম্নরুপ-

অরবিটঅরবিটাল
১। পরমাণুর কেন্দ্রের বাইরে ইলেকশন সমূহ কতগুলো নির্দিষ্ট পথে শক্তির কোন বিকিরণ ব্যতি রেখে অনবরত কেন্দ্রের চতুর্দিকে প্রদক্ষিণ করে এই পথগুলোকে অরবিট বা শক্তি স্তর বলে।১। কোন পরমাণু নিউক্লিয়াসের বাইরে যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাকে পারমাণবিক অরবিটাল বা সংক্ষেপে অরবিটাল বলে।
২।  অরবিটের উৎস বোরের পরমাণু মডেল।২। অরবিটালের উৎস  তরঙ্গ বা কোয়ান্টাম বলবিদ্যা।
৩। অরবিট দ্বারা পরমাণুর আকার বোঝায়।৩। অরবিটাল পরমাণুর আকৃতি বোঝায়। যেমন s অরবিটালগোলাকৃতি, p অরবিটাল ডাম্বেল আকৃতির।
৪। অরবিটে 2n2  সংখ্যক ইলেকট্রন থাকে।
৪। অরবিটালে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারে।
৫। অরবিটগুলো বৃহৎ শক্তি স্তর নির্দেশ করে।৫।  অরবিটাল গুলো ক্ষুদ্র শক্তি স্তর নির্দেশ করে।
৬। অরবিটকে প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ, n দ্বারা সূচিত করা হয়। ৬। অরবিটালকে সহকারী কোয়ান্টাম সংখ্যা l দ্বারা সূচিত করা হয়।