অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য লিখ।
অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য নিম্নরুপ-
অরবিট | অরবিটাল |
---|---|
১। পরমাণুর কেন্দ্রের বাইরে ইলেকশন সমূহ কতগুলো নির্দিষ্ট পথে শক্তির কোন বিকিরণ ব্যতি রেখে অনবরত কেন্দ্রের চতুর্দিকে প্রদক্ষিণ করে এই পথগুলোকে অরবিট বা শক্তি স্তর বলে। | ১। কোন পরমাণু নিউক্লিয়াসের বাইরে যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাকে পারমাণবিক অরবিটাল বা সংক্ষেপে অরবিটাল বলে। |
২। অরবিটের উৎস বোরের পরমাণু মডেল। | ২। অরবিটালের উৎস তরঙ্গ বা কোয়ান্টাম বলবিদ্যা। |
৩। অরবিট দ্বারা পরমাণুর আকার বোঝায়। | ৩। অরবিটাল পরমাণুর আকৃতি বোঝায়। যেমন s অরবিটালগোলাকৃতি, p অরবিটাল ডাম্বেল আকৃতির। |
৪। অরবিটে 2n2 সংখ্যক ইলেকট্রন থাকে। | ৪। অরবিটালে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারে। |
৫। অরবিটগুলো বৃহৎ শক্তি স্তর নির্দেশ করে। | ৫। অরবিটাল গুলো ক্ষুদ্র শক্তি স্তর নির্দেশ করে। |
৬। অরবিটকে প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ, n দ্বারা সূচিত করা হয়। | ৬। অরবিটালকে সহকারী কোয়ান্টাম সংখ্যা l দ্বারা সূচিত করা হয়। |