অবস্থান্তর মৌল জটিল যৌগ গঠন করে কেন?
অবস্থান্তর ধাতুসমূহ জটিল যৌগ গঠন করে। এর একাধিক কারণ আছে।
১. অবস্থান্তর ধাতুর আয়নসমূহের বহিঃস্তরে ফাঁকা d অরবিটাল থাকায় প্রতিটি লিগান্ড থেকে 1 জোড়া করে অব্যবহৃত ইলেকট্রন ফাকা অরবিটালে গৃহীত হয়। ফলে যোজ্যতা বন্ধন মতবাদ অনুসারে অবস্থান্তর ধাতুর আয়নের সঙ্গে একাধিক লিগান্ড সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে জটিল যৌগ গঠন করে। এজন্য শুধুমাত্র অবস্থান্তর ধাতুসমূহই জটিল যৌগ গঠনে সক্ষম।
২. অবস্থান্তর ধাতুরই পরমাণুর বহিঃস্থ সমশক্তির ডিজেনারেট d অরবিটালগুলো নিকটবর্তী s ও p অরবিটালের সঙ্গে মিলে সমশক্তির সংকর অরবিটাল গঠন করতে পারে।
৩. অবস্থান্তর ধাতুসমূহের ক্যাটায়নের উচ্চ চার্জ ঘনত্বের কারণে এরা লিগাল্ডের মুক্ত ইলেকট্রন জোড়কে সহজে টেনে নিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে।
৪. আবার অবস্থান্তর ধাতুসমূহ পরিবর্তনশীল জারণ অবস্থা দেখাতে পারে বলে জারণ অবস্থার পরিবর্তনের জন্য লিগান্ড থেকে সহজে ইলেকট্রনযুগল গ্রহণ করে সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হতে পারে।