অবস্থান্তর মৌল পরিবর্তনশীল জারন অবস্থা প্রদর্শন করে কেন?

মৌলের যোজনী বা জারণ সংখ্যা নির্ভর করে পরমাণুর বহিস্তরের ইলেকট্রনীয় কাঠামো তথা অযুগল ইলেকট্রন সংখ্যার উপর। বহিস্তরে যত বেশি অযুগল ইলেকট্রন থাকে অন্য মৌলের সঙ্গে যুক্ত হওয়ার তথা বন্ধন গঠনের সম্ভাব্যতা তত বৃদ্ধি পায় । ফলে জারণ মান পরিবর্তশীল হয় ।

অবস্থান্তর মৌল পরিবর্তনশীল জারন অবস্থা প্রদর্শন করার তিনটা প্রধান কারন রয়েছে। এগুলো হল-

১. অবস্থান্তর ধাতুসমূহের পরমাণুর বহিস্তরে অপূর্ণ d-অরবিটালে অযুগল ইলেকট্রন থাকে । কোন শক্তিস্তরের প্রতিটি d অরবিটালের শক্তি সমান। তাই বিভিন্ন অবস্থায় বিভিন্ন সংখ্যক অযুগল d-ইলেকট্রন ব্যবহার করে একই অবস্থান্তর ধাতুর ভিন্ন ভিন্ন জারণ অবস্থা সৃষ্টি হয়। 

২. উচ্চ তড়িৎঋণাত্মক মৌলের উপস্থিতিতে উত্তেজিত (*) হয়ে বিভিন্ন অবস্থায় পরমাণুর ইলেকট্রন যুগল ভেঙে বহিঃস্থ ফাঁকা d-অরবিটালে উন্নীত হয়ে বিভিন্ন সংখ্যক অযুগল ইলেকট্রন সৃষ্টি হয়। এর ফলেও সংযোগের সম্ভাব্যতা বৃদ্ধি পায়। অর্থাৎ জারণ মান পরিবর্তিত হয়।

অবস্থান্তর মৌল পরিবর্তনশীল জারন অবস্থা প্রদর্শন করে কেন?

৩. আবার 3d এবং 4s অর্বিটালের শক্তি প্রায় সমান হওয়ার জন্য এই অর্বিটাল গুলো সংকর বা হাইব্রিড অর্বিটাল তৈরি করে। বিভিন্ন অর্ধপূর্ণ সংকর অরবিটাল ব্যবহার করে বিভিন্ন জারণ অবস্থার যৌগ গঠিত হয়।

উপরের তিনটা কারনে অবস্থান্তর মৌল সমুহ পরিবর্তনশীল জারন অবস্থা প্রদর্শন করে।