অবস্থান্তর মৌলের রঙিন যৌগ গঠন করে কেন?
অবস্থান্তর ধাতু ও আয়নে অপূর্ণ d অরবিটাল থাকার জন্য এরা রঙিন যৌগ গঠন করে। অবস্থান্তর ধাতুর পরমাণুর বহিঃস্তরের d অরবিটালসমূহের শক্তি সমান। একে ডিজেনারেট অবস্থা বলে। কিন্তু যৌগ গঠনের সময় অন্য পরমাণুর অরবিটালের সঙ্গে অবস্থান্তর ধাতব আয়নের d অরবিটালের অধিক্রমণ ঘটায় d অরবিটালসমূহের মধ্যে শক্তির কিছুটা পার্থক্য সৃষ্টি হয় (নন-ডিজেনারেট অবস্থা)।
এ অবস্থায় যৌগের দ্রবণে আলো পড়লে d ইলেকট্রন দৃশ্যমান অঞ্চলের আলো শোষণ করে কাছাকাছি উচ্চ শক্তির অপর d অরবিটালে স্থানান্তরিত হয়। যে বর্ণের আলো শোষণ করে তার সম্পূরক বর্ণের আলো বিকিরিত হয়। ফলে অবস্থান্তর ধাতুর আয়নের দ্রবণটি ঐ নির্দিষ্ট বর্ণের দেখায়।
অবস্থান্তর ধাতু সম্পর্কিত অন্যান্য প্রশ্ন –
অবস্থান্তর মৌল জটিল যৌগ গঠন করে কেন?