কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়-ব্যাখ্যা করো।
সাধারণ অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস হল- C(6) = 1s2 2s2 2px1 2py1 2pz0। কার্বনের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে এর তিনটি p অরবিটালের মধ্যে একটি অরবিটাল ফাঁকা এবং অপর দুটি প্রত্যেকটির একটি করে মোট দুটি বিজোড় ইলেকট্রন রয়েছে। কার্বন যৌগ গঠনকালে বিক্রিয়া থেকে শক্তি শোষণ করে ফলে 2s অরবিটাল হতে একটি ইলেকট্রন ফাকা 2p অরবিটালে প্রবেশ করে। যার কারণে উত্তেজিত অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস C*(6) =1s2s12px12py12pz1 দাঁড়ায়।
কার্বনের ইলেক্ট্রন গুলো দ্বিতীয় শক্তি স্তর পর্যন্ত অবস্থান করে এবং কোন d অর্বিটালের অস্তিত্ব নেই। d অরবিটাল না থাকায় এটি পানির সাথে কোন রকম সন্নিবেশ বন্ধনে অংশগ্রহণ করে না অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না।
অন্যদিকে সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় অর্থাৎ সাথে বিক্রিয়া করে সিলিকন হাইড্রোক্সাইড গঠন করে কারন সিলিকনের ইলেক্ট্রন বিন্যাস লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে এর তৃতীয় শক্তিস্তরে ফাকা d অরবিটাল আছে। এই ফাকা d অরবিটাল পানির অনুর অক্সিজেনের নিঃসঙ্গ জোড় ইলেক্ট্রনের সাথে শেয়ারের মাধ্যমে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে আর্দ্রবিশ্লেষিত হয়-
সিলিকনের ইলেক্ট্রন বিন্যাস Si(14)- 1s2 2s2 2p6 3s2 3p2 3d0
তাই বলা যায় কার্বন পরমানুতে ফাকা d অরবিটাল না থাকায় কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্রবিশ্লেষিত হয় না অপর পক্ষে সিলিকন পরমানুর তৃতীয় শক্তিস্তরে ফাকা d অরবিটাল থাকায় এটি পানির অনুর সাথে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে আর্দ্র বিশ্লেষিত হয়।