পিরিডিন একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা কর।

কোন একটি যৌগ অ্যারোমেটিক হওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলতে হয়। যদি কোন যৌগ এই শর্ত গুলো মেনে চলে তাহলে তাকে অ্যারোমেটিক যৌগ বলা যায়। পিরিডিন কেন একটি অ্যারোমেটিক যৌগ নিচে তা ব্যাখ্যা করা হলো-

১. পিরিডিন একটি চাক্রিক যৌগ।

২. পিরিডিন একটি সমতলীয় অনু অর্থাৎ পিরিডিন চক্রের সকল পরমাণু একই সমতলে অবস্থান করে।

৩. পিরিডিন অনু সম্পূর্ণরূপে কনজুগেটেড অর্থাৎ চক্রের সাথে জড়িত প্রত্যেকটা পরমাণুতে  অসংকরিত p- অরবিটাল রয়েছে যারা একটানা অধিগ্রহণ করে সঞ্চরনশীল পাই ইলেকট্রন মেঘ তৈরি করে ।  এই পাই ইলেক্ট্রন মেঘ পিরিডিন চক্রে উপরে ও নিচে অবস্থান করে।

পিরিডিন একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা কর।
পিরিডিনে সঞ্চরনশীল পাই ইলেক্ট্রন আছে।

৪. হাকেল নিয়ম অনুসারে পিরিডিনে 4n + 2 সংখ্যক পাই ইলেক্ট্রন আছে (n=1)। এর অর্থ পিরিডিন এর ইলেকট্রন মেঘ বলয়ে মোট ৬টি পাই ইলেক্ট্রন থাকে। ফলে হাকেল নিয়ম অনুসারে n=1 পাওয়া যায়, যা একটি পূর্ণ সংখ্যা।

যেহেতু, পিরিডিন অ্যারোমেটিক যৌগ হওয়ার সকল শর্ত মেনে চলে ফলে পিরিডিন একটি অ্যারোমেটিক যৌগ।