ফেনল অম্লধর্মী কেন?
ফেনলের বেনজিন চক্রে পাই (π) ইলেকট্রনের অনুরণন বা রেজোন্যান্স প্রক্রিয়ায় ফেনলের -OH মূলকের নি:সঙ্গ ইলেকট্রন যুগল অংশগ্রহণ করে ফলে ফেনলের -OH মূলকের অক্সিজেন পরমাণুটি আংশিক ধনাত্মক চার্জযুক্ত হয়ে পড়ে। এ অক্সিজেন পরমাণুটি O-H বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে অধিক আকর্ষণ করে। তখন O-H বন্ধন দুর্বল হয়ে পড়ে। পানির উপস্থিতিতে ঐ -OH মূলকের H পরমাণুটি প্রোটন (H+) রূপে পৃথক হয়ে হাইড্রোনিয়াম আয়ন বা অক্সোনিয়াম আয়ন (H3O+) তৈরি করে।
এরূপে প্রোটন প্রদানে সক্ষম হওয়ায় ফেনল অম্লধর্মী হয়। আবার প্রোটন ত্যাগের ফলে সৃষ্ট ফিনক্সাইড বা ফিনেট আয়নটি অনুরণনের মাধ্যমে সুস্থিতি লাভ করে।
সুতরাং ফেনল অম্লধর্মী হওয়ার কারণ হলো দুটি।
১. বেনজিন বলয়ে অনুরণনের কারণে -OH মূলকের আয়নিত হওয়ার প্রবণতা সৃষ্টি। এবং
২. প্রোটন ত্যাগের পর সৃষ্ট ফিনক্সাইড বা ফিনেট আয়নের মধ্যেও অনুরণনজনিত স্থিতিশীলতা অর্জন ।
আরও পড়ুন-
ফেনলকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন?