সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন?

উত্তর: সম্পদের দুষ্প্রাপ্যতা ও নির্বাচন অভাব থেকে সুযোগ ব্যয় ধারণাটির উদ্ভব ঘটে। সুযোগ ব্যয় দুটি পণ্যের পারস্পরিক বিনিময় সম্পর্ক দ্বারা স্থাপিত হয়। একটির উৎপাদন বাড়লে অন্যটির উৎপাদন কমাতে হয় । এক্ষেত্রে সম্পদের স্বল্পতার জন্য বেশি গুরুত্বপূর্ণ অভাবটি আগে পূরণ করা হয়। অন্যদিকে কম গুরুত্বপূর্ণ অভাবের ত্যাগ স্বীকার করে নিতে হয় ।