নাইট্রো মূলক মেটা নির্দেশক কেন?
নাইট্রোমূলক (-NO2) ইলেকট্রনাকর্ষী মূলক হওয়ায় বেনজিন চক্রে উপস্থিত থাকলে ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে বেনজিন চক্রের ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে। ফলে বেনজিন চক্রে ইলেকট্রনাকর্ষী বিকারকের আক্রমণ কষ্টকর হয় বলে প্রতিস্থাপন বিক্রিয়ার সক্রিয়তা হ্রাস পায়। অর্থাৎ নাইট্রোমূলক একটি সক্রিয়তা হ্রাসকারী মূলক। এর উপস্থিতিতে বেনজিন চক্রে অর্থো ও প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কমে যাওয়ায় মেটা অবস্থানে ইলেকট্রনের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি থাকে। তাই চক্রে মেটা অবস্থানে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন ঘটে এবং বেনজিনের মেটা জাতক উৎপন্ন হয়।
বেনজিন সসম্পর্কিত আরও পোস্ট –