ন্যাপথলিন একটি অ্যারোমেটিক যৌগ কেন?
অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্ত গুলো পূরণ করলেই তাকে অ্যারোমেটিক যৌগ বলা যায়৷ অ্যারোমেটিক
যৌগের শর্ত গুলো হল-
- যৌগটি প্রায় সমতলীয় হতে হবে৷
- সঞ্চরনশীল 4n + 2 সংখ্যক পাই ইলেক্ট্রন থাকতে হবে। অর্থাৎ হাকেল নীতি মেনে চলতে হবে।
- বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রদর্শন করবে৷ অর্থাৎ অন্যান্য অসম্পৃক্ত যৌগের মত সংযোজন বিক্রিয়া দিবে না।
ন্যাপথালিনের ক্ষেত্রে-
- ন্যাপথালিন একটি সমতলীয় যৌগ।
- ন্যাপথালিনে সঞ্চরনশীল ইলেক্ট্রনের সংখ্যা ১০ টি এবং চক্রের সংখ্যা ২ টি। সুতরাং হাকেল নিয়ম অনুসারে-
4n + 2 = 10
4n = 10 – 2
4n = 8
n = 8/4
n = 2 যা একটি পূর্ণ সংখ্যা৷ অর্থাৎ ন্যাপথালিন হাকেল নিয়ম মেনে চলে।
৩. ন্যাপথালিন অন্যান্য অসম্পৃক্ত যৌগের মত সংযোজন বিক্রিয়া দেয় না। ন্যাপথালিন ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে কোনো বিক্রিয়া দেয় না। ন্যাপথালিন ব্রোমিন পানির সাথে সংযোজন বিক্রিয়া না দিয়ে বেনজিনের মত প্রতিস্থাপন বিক্রিয়া দেয়।
সুতরাং, ন্যাপথালিন একটা অ্যারোমেটিক যৌগ।
অ্যারোমাটিক যৌগ সংক্রান্ত অন্যান্য প্রশ্ন-